রুহিতপুর ইউনিয়ন পরিষদ
কালের স্বাক্ষী বহনকারী নদী নালা হাওর বাওর ভরপুর একটি ভু-খন্ঠে ১৫.১০ (বর্গ কিঃ মিঃ) আয়তনের উপর গড়ে ওঠা ইউনিয়ন রুহিতপুর ইউনিয়ন। কেরাণীগঞ্জ উপজেলার আওতায় অবস্থিত রোহিতপুর ইউনিয়ন কাল পরিক্রমায় আজও শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় আজও সমুজ্জ্বল।
ক) নাম – রুহিতপুর ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন - ১৫.১০ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ২৮৩১৪ জন (প্রায়), পুরুষ- ১৪৩২০ জন, মহিলা - ১৩৯৯৪ জন,
ঘ) গ্রামের সংখ্যা – ১৭ টি।
ঙ) মৌজার সংখ্যা – ৪ টি।
চ) হাট/বাজার সংখ্যা -১ টি।
মসজিদ-৮০টি
ঈদ্গাহ- ১৬ টি
মাজার- ৭ টি
এতিমখানা- ৫ টি
আশ্রম - ২ টি
সাংস্কৃতিক সংগঠন- ৩ টি
এন, জি, ও - ১ টি
ব্যাংক - ৪ টি
ডাকঘর - ১ টি
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা/গাড়ী।
জ) শিক্ষার হার – ৫৫%।
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৬টি,
কে জি ব্রেক স্কুল- ৩৪টি,
উচ্চ বিদ্যালয়ঃ ২টি,
মাদ্রাসা- ৮টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব হাজী আব্দুল আলী
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ৭টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
ঠ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১২ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৮ জন।
ড) মোট ভোটার সংখ্যা - ২১৩২২ জন। পুরুষ- ১০০৭৭ জন, মহিলা- ১১২৪৫ জন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS